ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৮ হাজারে এলইডি মনিটর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১
৮ হাজারে এলইডি মনিটর

সুপিরিচিত এলজি ‘ই১৯৪১এস’ মডেলের সুপার অ্যানার্জি সেভিং এলইডি মনিটর এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৮.৫ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মডেলে এফ ইঞ্জিন প্রযুক্তির এলইডি মনিটরে সুপার অ্যানার্জি সেভিং ফিচার থাকায় পর্দার অধিক উজ্জ্বলতা হ্রাস করে এবং আলোর প্রতিফলন মুক্ত রাখে।

সরু আকৃতির এ মনিটরের রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮, ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রি বাই ১৬০ ডিগ্রি, পিক্সেল ০.৩০ মিমি এবং এতে ডিসাব পিসি ইনপুট সংযোগ সুবিধা আছে।

এ ছাড়া এইচডিসিপি সমর্থিত এ মনিটরটি ‘গ্রীণ আইটি’ সনদ প্রাপ্ত। তাই এটি পরিবেশবান্ধব। এ মুহূর্তে দাম ৮ হাজার ২০০ টাকা। অনুসন্ধানে: গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো: ০১৭১৩২৫৭৯২২, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।