ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন চেহারায় গুগল

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১২
নতুন চেহারায় গুগল

নতুন বছরেই নতুন চমকের ঘোষণা দিল গুগল। আসছে পরিবর্তিন।

আর তা সরাসরি হোমে পেজে। গুগল তাই এ বছর মূল পৃষ্ঠায় আনছে দৃষ্টিনন্দন পরিবর্তন। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

অবয়ব আর লোগোতেই দৃষ্টিনন্দন পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে গুগল। এরই মধ্যে পরীক্ষামূলক এ হোমপেজ নির্দিষ্ট কিছু ব্যবহারকারী উপভোগ করছে। অচিরেই এ বেঁধে দেওয়া সীমা উঠিয়ে নেওয়া হবে। মূল সাচ পেজেও পরিবর্তন আসছে।

গুগল মুখপাত্র জানান, হোমপেজের পরিবর্তন নিয়ে গুগল গত বছর থেকেই কাজ করছে। তবে এর বাস্তবায়ন হবে এ বছর। আরও বেশি ভোক্তাবান্ধব ফিচার এবং দৃষ্টিনন্দন চেহারা দিতে গুগল এখন পরীক্ষামূলক কাজ করছে।

অচিরেই গুগল ভক্তরা নতুন আদলের, নতুন চেহারার গুগল উপভোগ করার সুযোগ পাবেন। এ পরিবর্তনের বাণিজ্যিক দৃষ্টি ভঙ্গিও থাকতে পারে বলে বিশেষজ্ঞেরা অভিমত দিয়েছেন।

বাংলাদেশ সময় ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।