ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইয়াহুর শেয়ারমূল্য বাড়ছে

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১
ইয়াহুর শেয়ারমূল্য বাড়ছে

আবারও নতুন বিনিয়োগের পরিকল্পনা করছে ইয়াহু। তবে পুরোনো চুক্তি থেকে মুক্ত হয়েই এমনট করার সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু।



আলীবাবা গ্রুপে ইয়াহুর বিনিয়োগ কমিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

২০০৫ সালে ১০০ কোটি ডলারের বিনিময়ে ইয়াহু আলীবাবার ৪৩ ভাগ শেয়ার কিনে নেয়। কিন্তু এরপর থেকে ইয়াহুর নিজস্ব বাজার সক্রিয়তা কমতে থাকে।

এ কারণেই চীনভিত্তিক আলীবাবা এবং জাপানভিত্তিক ইয়াহুর বিনিয়োগ গুটিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু পরিচালনা পর্ষদ। এরই মধ্যে চীনভিত্তিক আলীবাবায় ইয়াহু তাদের বিনিয়োগকৃত শেয়ার ৪৩ ভাগ থেকে ১৫ ভাগে কমিয়ে এনেছে।

এ ঘোষণায় যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ারবাজারে ইয়াহুর শেয়ারমূল্য বাড়তে শুরু করেছে। এ মুহূর্তে এশিয়ার বাজারে ইয়াহুর শেয়ারমূল্য ১৭০ কোটি ডলারে (১১০ কোটি ইউরো) দাঁড়িয়েছে। সব মিলিয়ে আলীবাবা থেকে ইয়াহু এবার মুখ ফিরিয়েই নিল।

বাংলাদেশ সময় ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।