ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ নিয়ে আলোকচিত্র

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১
বাংলাদেশ নিয়ে আলোকচিত্র

বিজয়ের ৪০ বছর উপলক্ষে বাংলাদেশ নিয়ে ‘জুম আলট্রা ফটোবাজ’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে বিজ্ঞাপনী সংস্থা ‘ক্রিয়েটো’। এ উন্মুক্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৫ হাজার প্রতিযোগী।



যারা নিজেদের তোলা পছন্দের ছবিগুলো ক্রিয়েটোর ফেসবুক পাতায় আপলোড করেছেন। এরপর ছবিগুলোতে ফেসবুক ব্যবহারকারীদের দেওয়া ‘লাইক’ এর সংখ্যা ও বিচারকদের নম্বরের ভিত্তিতে ৩ জন বিজয়ী নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত ৫০টি ছবি নিয়ে ২৪ ডিসেম্বর (শনিবার) বিকেল ৪টা থেকে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হচ্ছে দু দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। প্রথম দিনেই বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।

এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন, সাব্বির ফেরদৌস, বিজ্ঞাপন নির্মাতা গাজী শুভ্র এবং ক্রিয়েটোর প্রধান নির্বাহী রশীদ খান।

বাংলাদেশ সময় ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।