স্টিভ নেই। তবুও আইফোনের নতুন মডেল ‘৪এস’ নিয়ে বিশ্বজুড়েই চলছে হৈ চৈ।
শুধু চীনে নয়, ১৩ জানুয়ারি বিশ্বের আরও ২১টি দেশে আইফোন ৪এস অবমুক্ত হচ্ছে। এ যাত্রায় চীনের সঙ্গে আরও ৯০টি দেশে দ্রুত এ ফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অ্যাপল সিইও টিম কুক জানান, চীনে আইফোনের জনপ্রিয়তার বিষয়টি প্রাথমিক তালিকাভুক্ত হয়নি। তবে অক্টোবরে বাজারে আসা আইফোন ৪এস দ্রুতই চীনে পৌঁছানোর বিশেষ উদ্যোগ নিয়েছে অ্যাপল।
এ মুহূর্তে মেমোরির প্রকারভেদে ১৯৯ থেকে ৩৯৯ ডলারে আইফোন ৪এস পাওয়া যাচ্ছে। আইফোন ৪এস এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে হাই ডেফিনেশন ভিডিও ক্যামেরা এবং স্বয়ংক্রিয় বুদ্ধিমান সহযোগী সিস্টেম ‘সিরি’।
ক্যালিফোনিয়ার প্রযুক্তিনির্মাতা অ্যাপল আইফোন ৪এস বিক্রির তিন দিনের মধ্যেই ৪০ লাখ কপি বিক্রি করে। স্টিভের মৃত্যুর পর ‘৪এস’ আইফোন ছিল বাজারে আসা প্রথম অ্যাপল পণ্য।
বাংলাদেশ সময় ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২