বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ এখন অ্যাসারের। এরই মধ্যে আলট্রাবুক আদলের ‘এস৫’ মডেলের এ ল্যাপটপ নিয়ে বিশ্বপ্রযুক্তি অঙ্গনে হৈ চৈ পড়ে গেছে।
যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিতব্য বিশ্বের সর্ববৃহৎ কনজ্যুমার ইলেকট্রনিক প্রদর্শনীতে (সিইএস) এ আলট্রাবুক প্রদর্শন করা হবে।
তাইওয়ানভিত্তিক এ জনপ্রিয় প্রযুক্তিনির্মাতা এবার ১৩.৩ ইঞ্চির (৩৪ সেন্টিমিটার) এবং গড়নে ১৫ মিলিমিটারের ল্যাপটপ প্রদর্শন করবে। এ মডেলের ওজন ১.৩৫ কেজির (৩ পাউন্ড) কিছু কম।
অ্যাসারের প্রধান নির্বাহী জে টি ওয়াঙ জানান, অ্যাসার ধারাবাহিক সৃজনশীলতায় বিশ্বাসী। এ বছরের মধ্যভাগে নতুন আদলের ন্যূনতম চারটি মডেলের আলট্রাবুক উন্মোচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি নির্ভর করছে মাইক্রোসফটের উইন্ডোজ৮ অপারেটিং সিস্টেম উন্মোচনের ওপর। কারণ আসন্ন পাতলা গড়নের প্রতিটি অ্যাসার আলট্রাবুকই উইন্ডোজ৮ যুক্ত হবে।
বাংলাদেশ সময় ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১২