ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রিমের ওএস পণ্য আসছে

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১২
রিমের ওএস পণ্য আসছে

ক্রমাগত বাজার অনুন্নত হওয়ায় রিসার্চ ইন মোশন (রিম) ব্ল্যাকবেরি ওএস সেভেন হ্যান্ডসেটের মাধ্যমে বাজারে প্রত্যাবর্তনের আশায় বুক বেধেছিল। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই রয়েছে।

আর তখন থেকেই অসফল ব্ল্যাকবেরি পণ্যকে উন্নত করতে রিম থেকেছে অপেক্ষায়। রিম ব্যবহারকারীদেরও বহুল প্রত্যাশা অচিরেই ভালো কোনে হ্যান্ডসেটের দেখা পাওয়ার। যদিও আসন্ন বিবি ওএস ১৯, একা বিবিএক্স এখন পর্যন্ত মোড়ক খোলেনি। কিন্তু ওয়েবে স্বল্প সংখ্যক তথ্য প্রকাশ হওয়ায় রিম ভক্তরা নতুন এই ওএস একঝলক দেখেছিল।

সুত্র মতে,বর্তমানে রিমের প্রকাশের কেন্দ্রবিন্দুতে আছে নতুন অপারেটিং সিস্টেম। অধিক কাম্য নতুন এই ওএস বার্সেলোনায় আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেসে প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন সুত্র। তাই উৎসুকরা গত নভেম্বরে ফাঁস হওয়া ব্ল্যাকবেরি লন্ডনের ছবি দেখে কিছুটা অভিজ্ঞতা আনতে পারে। উল্লেখ্য, বিবিএক্স তে কিছু প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া থাকবে। যেগুলো রিম আগামী মাসে নিয়মনীতি অনুসারে এর ব্যবহারবিধি উপস্থাপন করবে। এ মুহূর্তের তথ্য মতে, রিম বিবিএক্সযুক্ত ফোন বাজারে আনার কোনো দিনক্ষণ প্রকাশ করেনি।

তবে বিবি লন্ডন এ বছরের তৃতীয় ভাগে আসতে পারে যা এখনও ৭ মাস অদুরে। তাই এই ইভেন্ট শুধুমাত্র ওএস এর ডেমো দেখানো হবে সেইসঙ্গে কিছু স্মার্টফোনে ব্ল্যাকবেরি ওএস ৭  চালু করা হবে বলে জানান রিম। এছাড়া রিম সর্বাত্তক নজড় রাখবে বিবি পণ্যে চালিত অ্যাপলিকেশন এবং এনএফসি ফিচারে যেগুলো এখনো গ্রাহক নন্দিত হয়ে উঠেনি। এছাড়াও প্রতিবেদনে রিমের কতিপেয় ফোন একসঙ্গে আগমন হওয়ার কথা থাকলেও তা হয়নি। এরই প্রেক্ষিতে রিম এখন নতুন ওএস এর যথার্তের দিকগুলোয় গুরুত্ব রাখছে বলে জানিয়েছে সুত্র।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।