সিইএস ২০১২ প্রদর্শনীতে অবশেষে লুমিয়া সিরিজের লুমিয়া ৯০০ ফোন উপস্থাপন করেছে নকিয়া। তথ্য ফাঁসসহ অনেক গুজব রটেছে এ পণ্যকে নিয়ে।
তেমন ভিন্নতা ছাড়াই এর অভ্যন্তরীণ অংশে যুক্ত আছে ১.৪ গিগাহার্জ সিপিইউ এবং ৫১২ এমবি র্যালম। ক্যামেরাও প্রচলিত ৮ মেগাপিক্সেলের। তবে পার্থক্য কি-এটি অপেক্ষাকৃত বড় ৪.৩ ইঞ্চি ক্লিয়ারব্ল্যাক অ্যামোলেড স্কিন এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় অতিরিক্ত ১ এমপি যোগ করা হয়েছে। এর আয়তন লম্বায় ৫ ইঞ্চি, চওড়া ২.৭ ইঞ্চি ও বেধ ০.৪৫ ইঞ্চি।
উল্লেখ্য, লুমিয়া ৯০০ নকিয়ার প্রথম এলটিই (ফোরজি) ফোন। এটি উইন্ডোজ প্লাটফর্মে নিয়ন্ত্রিত। নকিয়া সুত্র মতে, উন্মুক্তকালে কেবল ‘এটি অ্যান্ড টি’ মাধ্যমে পণ্যটি পাওয়া যাবে। অবশ্য কবে নাগাদ উন্মুক্ত হবে এবং দাম নির্ধারণের বিষয়ে কিছু জানানো হয়নি ঘোষণার দিনে।