ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপল আনছে আইপ্যাড-৩

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১২
অ্যাপল আনছে আইপ্যাড-৩

নাটকীয় কিছু না ঘটলে অ্যাপলের পরবর্তী পণ্য হবে আইপ্যাড-৩। এ বছরের মার্চেই এ পণ্যটি বিশ্বপ্রযুক্তিতে ঝড় তুলবে।

এমনটাই জানাচ্ছেন বিশ্লেষক আর সূত্রগুলো।

আইপ্যাড-৩ মডেলের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে আলোচিত লঙ টার্ম ইভ্যুলুশন (এলটিই) নেটওয়ার্কের আর্বিভাব। এ ছাড়াও প্রসেসর গতিতে আছে কোয়ার কোর চিপ, ফোরজি ফ্রেন্ডলি আপডেট এবং এইচডি ইন্টারফেস।

ভবিষ্যতের জন্য অ্যাপলের প্রকাশিতব্য ঝুঁড়িতে আছে আইফোন-৫ এবং আইপ্যাড-৩ এর উন্মাদনা। তবে বাণিজ্যিক দৃষ্টিতে আইপ্যাড৩ নিয়েই অ্যাপলের প্রত্যাশা একটু বেশি।

এরই মধ্যে আইপ্যাড-২ নিয়ে এ শিল্পে অনেকটাই পিছিয়ে পড়েছে অ্যাপল। বহুমাত্রিক ফিচারগুণ আর স্বল্পদামের কারণে অ্যামাজনের কিনডল ফায়ার এখন জনপ্রিয়তার তুঙ্গে আছে। তাই আইপ্যাড-৩ নিয়ে অ্যাপল হারিয়ে যাওয়া এ বাজারে চালকের আসনে বসতে চাইছে।

ব্লমবার্গ সূত্র জানিয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে এখনও সুস্পষ্ট না করলেও আসছে মার্চেই বাজার আসবে প্রথম কিস্তির আইপ্যাড-৩। এ নিয়ে উন্মাদনা থাকলেও নেই সুনির্দিষ্ট কোনো তথ্যমালা। তবে সমীকরণ যা-ই হোক না কেন বাজারে আসা মাত্রই একটি আইপ্যাড-৩ এর মালিক হতে প্রস্তুত আছেন বিশ্বের কোটি কোটি অ্যাপল ভক্ত।

এ মডেলটিও অ্যাপলে প্রয়াত প্রধান এবং কনসেপ্ট ডিজাইনার স্টিভের চিন্তাচেতনা দিয়েই তৈরি। তাই গুরুর রেখে যাওয়া এ পণ্যটি হাতে পাওয়ার অপেক্ষায় ভক্তরা গুণছেন অপেক্ষার প্রহর।

আগামী ফেব্রুয়ারির মধ্যেই প্রথম দফার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করতে অ্যাপল প্ল্যান্টে কাজ চলছে দিনরাত। তবে দামের প্রকারভেদে বেশ কটি আইপ্যাড-৩ বাজারে আসবে বলে বিশ্লেষক এবং ব্লুমবার্গ সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময় ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।