ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ল্যাপটপের দাম কমেছে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১২
ল্যাপটপের দাম কমেছে

অরিজিন জাপানি ফুজিৎসু ‘এলএইচ৫৩১’ মডেলের নতুন ল্যাপটপ এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৪.১ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

ইন্টেল দ্বিতীয় প্রজন্মের কোরআইথ্রি এবং ডুয়ালকোর শক্তির কয়েকটি ল্যাপটপ মডেলের দাম কমানো হয়েছে। আইথ্রি ‘২৩৩০এম’ মডেলের ২.২ গিগাহার্টজ প্রসেসরযুক্ত লাইফবুকের দাম ৪৭ হাজার ৯০০।

এ ছাড়া ডুয়ালকোর ‘বি৯৫০’ মডেলের ২.১ গিগাহার্টজ গতির লাইফবুকের দাম কমিয়ে ৪০ হাজার ১৫০ টাকা করা হয়েছে। এ দু লাইফবুকেই আছে ইন্টেল এইচডি গ্রাফিকস, ৫০০জিবি হার্ডডিস্ক এবং ২জিবি ডিডিআরথ্রি র‌্যাম। লাইফবুক দুটি বিদ্যুৎসাশ্রয়ী এবং পরিবেশবান্ধব।

সাশ্রয়ী মূল্যের লাইফবুকে আরও আছে ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লুটুথ, ওয়াইফাই, গিগাবিট ল্যান কার্ড, এইচডিএমআই এবং কার্ড রিডারসহ সব ধরনের মবিলিটি সুবিধা। বাড়তি সুবিধায় আছে পানিরোধক কিবোর্ড এবং ৪টি ইউএসবি পোর্ট।

লাইফবুকে দুটিতে থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। সঙ্গে থাকছে একটি ফ্রি ফুজিৎসু ক্যারিকেস। হ্যালো: ০১৭৩০ ৩৩৬৭৫১।

বাংলাদেশ সময় ২২০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।