অবশেষে দীর্ঘদিন ধরে চলে আসা টানাপোড়েনের ইতি টানলেন জেরি ইয়াঙ্গ। পদত্যাগ করলেন ইয়াহুর সিইও পদ থেকে।
১৯৯৫ সালে ইয়াহুর প্রতিষ্ঠাতা জেরি এবং তাঁর সঙ্গী ও প্রধান নির্বাহী ডেভিড ফিলো (জুন ২০০৭-জানুয়ারি ২০০৯) একসঙ্গে কাজ শুরু করেন।
কিন্তু ইয়াহুর সাম্প্রতিক বাজার পরিস্থিতি এবং পেপল নির্বাহী স্কট থমসনকে ইয়াহুর পরিচালনা পর্ষদ প্রধান নির্বাহীর পদে নিয়োগ দেওয়ায় বেঁকে বসেন জেরি ইয়াঙ্গ।
২০০৮ সালে মাইক্রোসফট ৪ হাজার ৭৫০ কোটি ডলারে ইয়াহু কিনে নেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু ইয়াহুর শেয়ার মালিকরা এ প্রস্তাবে সম্মত না হওয়ায় ইয়াহুকে মাইক্রোসফটের অফার ফিরিয়ে দিতে হয়। এতে জেরি ইয়াঙ্গের সঙ্গে শেয়ার মালিকদের সম্পর্ক তিক্ততা বাড়ে।
এ মুহূর্তে ইয়াহুর প্রাতিষ্ঠানিক শেয়ারমূল্য ২ হাজার কোটি ডলার। সব মিলিয়ে প্রধান নির্বাহীর পদে রদবদল হওয়ার ইয়াহুর বাজার পরিস্থিতি মোটেও অনুকূলে নেই বলে বিশেষজ্ঞেরা মন্তব্য করেছেন।
বাংলাদেশ সময় ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২