ব্যাপক আলোচনা আর তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে সোপা ও পিপা বিলের পরীক্ষামূলক ভোট। আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা হ্যারি রিড উক্ত দুটি বিলের পরীক্ষামুলক ভোট স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর আগে বিশ্ব তথ্য কোষ উইকিপিডিয়া এই আইনের প্রতিবাদে তাদের ইংরেজী সংস্করণ এক দিনের জন্য ব্ল্যাক আউট করে। এছাড়া সার্চগুরু গুগল ৭০ লক্ষ লোকের স্বাক্ষরসম্বলিত স্বারকলিপি পাঠিয়েছে সিনেট বরাবর।
এদিকে খোদ মার্কিন কংগ্রেসের প্রায় হাফ ডজন সিনেটর আইন দুটির ব্যাপারে সরাসরি তাদের আপত্তির কথা জানিয়েছে।