ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৯ কোটিতে গুগল+

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২
৯ কোটিতে গুগল+

নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে গুগল+। সামাজিক বিশ্বে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে গুগল+।

গত জুনে যাত্রা শুরু করে এরই মধ্যে ৯ কোটি ভক্তকে সদস্য করেছে এ গণমাধ্যমটি। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ জানান, এটা সত্যিই দারুণ। মাত্র ছয় মাসেই ৯ কোটির মাইলফলক ছোঁয়া অতটা সহজ নয়। তবে গুগল+ তা অর্জন করেছে।

গুগল+ যতটা দ্রুত গতিতে সদস্য তৈরি করেছে ফেসবুক অত দ্রুত তা অর্জন করতে পারেনি। তাছাড়া ব্যক্তি তথ্যের নীতিগত কারণে ফেসবুক ভোক্তাদের অসন্তুষ্টি কুঁড়িয়েছে। কিন্তু শুরু থেকে গুগল+ ব্যক্তিগত তথ্য নিরাপত্তায় যথেষ্ট সচেষ্ট।

বাংলাদেশ সময় ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।