ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল কর্মসংস্থান নিশ্চিত করতে গেটকো

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
ডিজিটাল কর্মসংস্থান নিশ্চিত করতে গেটকো

ঢাকা: বিশ্বজুড়ে ডিজিটাল কর্মসংস্থানের বাস্তবতায় দেশ জুড়ে দক্ষ আইটি মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে গেটকো সেন্টার অব এক্সিলেন্স নানামুখি প্রশিক্ষণ কার্যক্রম ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করছে। এসব কার্যক্রমের মধ্যে অন্যান্য কোর্সের পাশাপাশি রয়েছে নতুন উদ্যোক্তাদের জন্য ফেসবুক ও ডিজিটাল মাধ্যম ভিত্তিক ব্যবসা পরিচালনার জন্য নতুন ধরনের একটি কোর্স “এন্টারপ্রনার্স আইটি এম্পাওয়ারমেন্ট কোর্স”।

এ কোর্সের মাধ্যমে একজন নতুন উদ্যোক্তা ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তার পণ্য ও সেবা কাস্টমারের কাছে সহজে এবং সুস্পষ্টভাবে পৌঁছাতে পারবেন।

বর্তমান বাস্তবতাকে সামনে রেখে আয় ভিত্তিক প্রশিক্ষণকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে গেটকো বলে জানিয়েছেন গেটকো গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাফকাৎ আলম।

তিনি জানান, দেশব্যাপী দক্ষ ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ নিয়েছে গেটকো সেন্টার অব এক্সিলেন্স। সরকার কর্তৃক ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রেক্ষাপটে এবং মহামারির সংকটকালে সামগ্রিক বেকারত্বের হার বাড়ার কারণে এ খাতকে গেটকো সেন্টার অব এক্সিলেন্স গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

সম্পূর্ণ অনলাইন ভিত্তিক আইটি এবং গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়ে গেটকো সেন্টার অব এক্সিলেন্স তাদের কার্যক্রম নতুন আঙ্গিকে শুরু করেছে।

অনলাইন ভিত্তিক আইটি প্রশিক্ষণগুলো পরিচালনার জন্য গেটকো সেন্টার অব এক্সিলেন্স-এর আছে স্টেট অব আর্ট টেকনোলোজি ভিত্তিক ভার্চ্যুয়াল ক্লাসরুম বলেও জানান গেটকোর নির্বাহী পরিচালক শাফকাৎ আলম।

তিনি জানান, করোনা ভাইরাস পরবর্তী সময়ে উদ্ভুত পরিস্থিতিতে যেন আইটি ও ক্যারিয়ার ভিত্তিক প্রশিক্ষণ আটকে না যায় সেজন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে গেটকো। এছাড়াও করোনা পরবর্তীকালে নতুন আইটি পেশাদারদের দক্ষতা বাড়ানোর কথা মাথায় রেখে সময়ের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে এই অনলাইনে আইটিসহ বিভিন্ন ফ্রিল্যান্সিং বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে কোর্সগুলো সাজানো হয়েছে।

অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনার জন্য গেটকো সেন্টার অব এক্সিলেন্স - এ যেসব সুবিধা প্রশিক্ষণার্থীরা পাবেন তা হলো, উন্নত সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীর সরাসরি কথপোকথন ভিত্তিক পাঠ দান, পরিপূর্ণ শিক্ষা উপকরণ দেওয়া, ক্লাসের বাইরেও অনলাইনে প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা, কোর্স শেষেও প্রশিক্ষকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রয়োগের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা প্রভৃতি। এছাড়া দ্রুতই বিভিন্ন বিষয়ের ওপর বিষদ আলোচনার জন্য সেমিনার, ওয়েবিনার, ফ্রি ডেমোন্সট্রেশন ক্লাসের ব্যবস্থা করতে যাচ্ছে গেটকো সেন্টার অব এক্সিলেন্স।

গেটকো সেন্টার অব এক্সিলেনস এর রয়েছে এআই ল্যাবস একাডেমি, স্টার্টএক্সজি একাডেমি, ডিজিটোজ- এর মত বিখ্যাত কিছু বিশ্বমানের প্রশিক্ষণ প্রদানকারী পার্টনার কোম্পানি।

নিয়মিত কোর্স গুলোর ভেতরে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, জাভা, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, মাইক্রোসফট অফিস, অ্যাডভান্স এক্সেল, সি ও সি++ প্রোগ্রামিং, ওয়েব ডিজাইনিং, এসএসসি এবং এইচএসসির আইসিটি, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি।

এআইল্যাবের কোর্সগুলো অ্যাডভান্স মেশিন লারনিং, ডাটা সায়েন্স, পাইথন প্রভৃতি। স্টার্টএক্সজি-এর কোর্স লিন সিক্স সিগমা, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল এইচআর এক্সপার্ট এবং আইওটি।

ডিজিটোজের কোর্সমূলত ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কোর্স।

বিস্তারিত জানতে 

ফেসবুক পেজ লিংকঃ https://www.facebook.com/GetcoCoE
লিংকডিন পেজ লিংকঃ https://www.linkedin.com/company/getco-center-of-excellence

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।