এ মূহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত ব্র্যান্ড অ্যাপল। এত দ্রুত সময়ে এতটা অর্থনৈতিক সফলতা বিশ্বের খুব কম নির্মাতার ভাগ্যেই জুটেছে।
শুধু আইফোন নয়। আইফোনের এ যাবৎকালের যতগুলো পণ্য বাজারে এসেছে এমনকি আইপ্যাড পর্যন্ত চীনেই প্রস্তুত করা হয়। এ সময়ের অ্যানড্রইড স্মার্টফোন থেকে শুরু করে এইচপির ল্যাপটপ সবই তৈরি হচ্ছে চীনে।
এ নিয়ে অ্যাপল মুখপাত্রকে প্রশ্ন করা হলে জানানো হয়, পণ্য তো গ্লোবাল। সুতরাং এটা কোথায় তৈরি হচ্ছে এ নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই। বরং এর মান নিয়ে আলোচনা হতে পারে। এটি তৈরির পেছনের রূপকারদের নিয়ে কথা হতে পারে।
আইফোন পণ্য উৎপাদন কারখানা প্রসঙ্গে জানানো হয়, এটা সত্য অ্যাপলের বেশিরভাগ পণ্যই চীনে প্রস্তুত করা হয়। আর অ্যাপল কারখানা সংখ্যাও চীনেই বেশি।
তাহলে অ্যাপল চীনে প্রস্তুত আইফোনের মাননিয়ন্ত্রণে কীভাবে যুক্তরাষ্ট্রে বসে কাজ করছে। এটা তো নির্ভরতা। আর তাছাড়া দামের ক্ষেত্রে চীনে প্রস্তুত অন্য সব স্মার্টফোনের তুলনায় আইফোনের দাম অনেক বেশি। এতে ভোক্তা স্বার্থ কতটা রক্ষিত হচ্ছে। অনেকেই হয়ত জানেন না আইফোনের ৯০ ভাগই চীনে প্রস্তুত করা হয়।
এ প্রসঙ্গে অ্যাপলের মুখপাত্র জানান, বিখ্যাত অটোমোবাইলের শিল্পের শীর্ষ নির্মাতা টয়োটা, হোন্ডা, হুনদাই এবং বিএমডব্লিউ ব্র্যান্ড তো যুক্তরাষ্ট্রের বাহির থেকে নির্মাণপণ্য আমদানি করে। সুতরাং অ্যাপলও এ নীতিতেই কাজ করেছে।
তাহলে অ্যাপলের মূল নীতি কী এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। নিজস্ব পেটেন্টকৃত পণ্য অন্য দেশের সহযোগিতায় তৈরি করা কতটা বাণিজ্যিক আর কতটা প্রাতিষ্ঠানিক তা নিয়ে ভোক্তা মনে সংশয় তৈরি হলে ব্র্যান্ডভেল্যু ক্ষতিগ্রস্ত হতে পারে।
অন্য সব নির্মাতাদের তুলনায় অ্যাপল তাদের পণ্য যদি যুক্তরাষ্ট্রেই স্বয়ংক্রিয় (অটোমেটেড) পদ্ধতিতে তৈরি করে তাহলে ভোক্তারা মান নিয়ে আরও বেশি সন্তুষ্ট হতে পারে।
এ প্রশ্নে অ্যাপল সূত্র জানিয়েছে, অ্যাপল সৃষ্টিতে বিশ্বাসী। নিত্যনতুন আর বৈচিত্রপূর্ণ পণ্যগুণেই অ্যাপল আজ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানের কাতারে উঠে এসেছে। এখানে ভোক্তা ঠকানোর কোনো মানসিকতা বিবেচ্য নয়। বরং ভোক্তাদের স্বল্পমূল্যে আধুনিক পণ্য পৌঁছে দিতেই চীনের অ্যাপল কারখানায় আইফোন প্রস্তুত করা হয়।
এ মুহূর্তে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এ নীতিতে কোনো পরিবর্তন আনছেন কি-না এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি অ্যাপল মুখপাত্র। তবে উৎপাদন নীতিতে পরিবর্তন আসতে পারে বলেও তিনি ইঙ্গিত করেন।
আইফোন চীনেই তৈরি হয়। তবে এখনও এর দাম মধ্যবিত্তের হাতের নাগালে আসেনি। এরই মধ্যে মধ্যমানের এবং অল্প পরিচিত ব্র্র্যান্ডের স্মার্টফোন এসেছে মধ্যআয়ের মানুষের ক্রয় সীমার আওতায়। কিন্তু পুরোপুরি চীনের কারখানায় প্রস্তুত হওয়ার পরও আইফোন এখনও অনেকের জন্যই অধরা, ব্যয়সাপেক্ষ।
বাংলাদেশ সময় ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২