ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে ডিসেম্বরেই ফোরজি

পার্লামেন্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২
দেশে ডিসেম্বরেই ফোরজি

সংসদ ভবন থেকে: আগামী দু থেকে তিন মাসের মধ্যে দেশে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল নেটওয়ার্ক চালু হচ্ছে।

এদিকে এ বছরের ডিসেম্বরেই চতুর্থ প্রজন্মের (ফোরজি) প্রযুক্তিসেবা চালুর ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।



মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে দুটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।
 
মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশবাসীর জন্য ফোরজি প্রযুক্তিসেবা নিশ্চিত করতে পারবো।

এর আগে ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দু থেকে তিন মাসের মধ্যেই থ্রিজি প্রযুক্তিসেবা চালু করা হবে।

এদিকে স‍াংবাদিক সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ জানান, আগামী জুন মাসে থ্রিজি লাইসেন্স প্রদানের জন্য নিলাম আহ্বান করা হবে। এ জন্য গাইডলাইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এর আগে গত অক্টোবরে চলতি বছরের ২৬ মার্চ থেকে থ্রিজি প্রযুক্তি চালুর ঘোষণা দিয়েছিলেন টেলিযোগাযোগমন্ত্রী।

অন্যদিকে নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে রাজিউদ্দিন আহমেদ রাজু বলেছেন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিটের (আইটিইউ) সহায়তায় বাস্তবায়নাধীন কস্ট মডেলিং প্রকল্পের কাজ শেষ হলেই মোবাইলের কলচার্জ কমিয়ে আনার সম্ভবনা আছে।

বাংলাদেশ সময় ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।