ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অপো এফ১৯ ফোনে ৫ মিনিট চার্জে ৫ ঘণ্টা কথা!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মে ২৭, ২০২১
অপো এফ১৯ ফোনে ৫ মিনিট চার্জে ৫ ঘণ্টা কথা! ...

ঢাকা: বর্তমানে স্মার্টফোন দিয়ে খুব সহজেই প্রয়োজনীয় কাজ সেরে ফেলা যায়। আর এই কাজগুলোকে সুন্দরভাবে সম্পন্ন করতে এফ১৯ ডিভাইসটিতে রয়েছে ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি।

এই অসাধারণ প্রযুক্তি দিয়ে মাত্র ৭২ মিনিটের মধ্যে ডিভাইসটি পুরোপুরি চার্জপ্রাপ্ত হয় এবং ৩০ মিনিটের মধ্যে ৫৪ শতাংশ চার্জপ্রাপ্ত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মাত্র পাঁচ মিনিট চার্জের মাধ্যমে ৫.৭৩ ঘণ্টা কথা বলা যাবে কিংবা ১.৩৭ ঘণ্টা সময় ধরে ইন্সটাগ্রাম ও ১.৮১ ঘণ্টা ইউটিউব ব্যবহার করা যাবে।

এফ১৯ স্মার্টডিভাইসে রয়েছে এআই নাইট চার্জার প্রযুক্তি। ফলে ব্যবহারকারীরা রাতে কোনো রকম চিন্তা ছাড়াই স্মার্টফোনে চার্জ দিতে পারবেন। ডিভাইসটির বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যাটারি গার্ড চার্জ প্রযুক্তি ব্যবহারকারীর ঘুমের প্যাটার্ন মনে রেখে ফোনটিকে সারারাত ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করবে এবং ঘুম থেকে উঠার ঘণ্টা খানেক আগে বাকি ২০ শতাংশ চার্জপ্রাপ্ত হবে।

এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে দ্রুত চার্জিং প্রযুক্তির ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা ব্যবহারকারীকে দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহারের বিষয়টিকে নিশ্চিত করবে। সাধারণত বড় ব্যাটারির ফোন গুলোতে কম্প্রোমাইজ করতে হয় ডিজাইনের সঙ্গে। কিন্তু এই এফ১৯ ফোনে একজন ব্যবহারকারী পাবেন বিশাল ব্যাটারির সঙ্গে অসাধারণ স্লিম ডিজাইন।

উন্নতমানের চার্জিং প্রযুক্তি ছাড়াও এফ১৯ ডিভাইসটিতে রয়েছে ২৪০০x১০৮০ অ্যামোলেড এফএইচডি+পাঞ্চ হোল ডিসপ্লে এবং ৪০৯ পিপিই পর্যন্ত একটি পিক্সেল ডেনসিটি। উন্নতমানের ক্যামেরা নিয়ে আসার ক্ষেত্রে অপো সবসময়ই এক ধাপ এগিয়ে থাকে। এরই ধারাবাহিকতায়, প্রতিষ্ঠানটি এই ডিভাইসটিতে বিস্তৃত পরিসরের ভিডিও এবং ফটোগ্রাফি ফিচার নিয়ে এসেছে। অপো এফ১৯ ডিভাইসটিতে রয়েছে ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরাসহ ৪৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা, ২মেগাপিক্সেল মাইক্রো লেন্স এবং এআই সিন এনহ্যান্সমেন্ট প্রতিটি বস্তুকে নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করে। অপর্যাপ্ত আলো কিংবা রাতের বেলা কোন ব্যবহারকারী যদি ছবি তুলতে চায় তবে তিনি ডিভাইসটির নাইট মোড এবং এআই বিউটিফিকেশন মোড স্বয়ংক্রিয়ভাবে দৃশ্যবস্তুকে সমন্বয় করবে।

অপো এফ১৯ ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ চিপ এবং ৬ জিবি র‍্যাম রয়েছে। অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীরা একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে দু'টি বিষয়কে প্রাধান্য দিয়ে থাকে। একটি হলো, অধিক স্টোরেজ এবং অপরটি হলো নিরবচ্ছিন্ন পারফরমেন্স। এক্ষেত্রে এফ১৯ ডিভাইসটির দ্রুত গতির র‍্যাম ও শক্তিশালী চিপসেট এবং ১২৮ জিবি রমের ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করবে।

এফ১৯ ডিভাইসটি দু'টি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। রঙগুলো হলো: প্রিজম ব্ল্যাক, মিডনাইট ব্লু । অল-ডে এআই আই কেয়ার, অ্যাপস লক এবং লো-ব্যাটারি নোটিফিকেশন এসএমএস ব্যবহারকারীর অভিজ্ঞতাকে সমুন্নত করবে।  

ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২১,৯৯০ টাকা।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মে ২৭, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।