ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এলজির ‘ট্রিপল সিম’ মোবাইল

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১২
এলজির ‘ট্রিপল সিম’ মোবাইল

ইলেকট্রনিক্ জায়েন্ট এলজির এমুহূর্তের আসন্ন পণ্য তালিকায় আছে এ২৯০ মডেলের মোবাইল। কোরিয়ান জায়েন্টের এবারের পণ্য বৈশিষ্ট্য আগের তুলনায় ভিন্ন।

কারণ পণ্যটিতে দুটি নয় তিনটি সিম স্লট রাখা হচ্ছে বলে জানিয়েছে নির্মাতা সুত্র। যেটি এলজির প্রথম তিন সিমের মোবাইল।

এদিকে বাজার গবেষকদের অনুমানিত তথ্য-নতুন এ২৯০ এর মাধ্যমে প্রবেশ-স্তরের পণ্যগুলোর বাজার চাঙ্গা করতে আপ্রাণ চেষ্টা করবে এলজি।

আসন্ন ফোনটি সম্পর্কে নির্মাতা সুত্র বেশী তথ্য না প্রকাশ করলেও অচিরেই এর বিশদ তথ্য গ্রাহকদের নজের থাকবে। কারণ ফেব্রুয়ারিতেই এ২৯০ বাজার পাবে বলে এলিজ আশাবাদী। অবশ্য রাশিয়ান ওয়েবসাইট এর কিছু বৈশিষ্ট্য নিশ্চিত করেছে। এটি ১৭৬ বাই ২২০ পিক্সেলের সমন্বয়ে তৈরি ২.২ ইঞ্চির পর্দায় উপভোগ্য হবে। আয়তন বৈশিষ্ট্যে উচ্চতা ৪.৫, চওড়ায় ২ এবং বেধ ০.৫ ইঞ্চি। এর মুল ক্যামারাটি ১.৩ এমপি সঙ্গে ফ্লাসলাইট, ৩২ জিবি পর্যন্ত ডাটা সংরক্ষণ ক্ষমতার মাইক্রোএসডি কার্ড স্লট এবং ১৫০০ এমএএইচ ব্যাটারি। আর ধারণা অনুযায়ী এ২৯০ কেবল জিএসএম সমর্থন করবে।

পণ্যটির স্থানীয় মূল্য ২৫০০ রুবল। অন্যদিকে এখনকার প্রকাশিত খবর অনুযায়ী এটি অন্যকোথাও মিলবে কিনা তা অনিশ্চিত।

কিন্তু এলজির অনুরুপ পণ্যগুলোর অত্যাধিক চাহিদা লক্ষ্যায়িত হওয়ায় ধারণা করা যাচ্ছে অচিরেই রাশিয়ার গন্ডী ছাড়বে এ২৯০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।