ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজশাহীতে চলছে ডিজিটাল প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১২
রাজশাহীতে চলছে ডিজিটাল প্রদর্শনী

রাজশাহী: বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) রাজশাহী শাখার উদ্যোগে জেলা জিমনেসিয়ামে জমে উঠেছে কম্পিউটার মেলা।

পাঁচ দিনব্যাপী মেলা শেষ হচ্ছে রোববার।



শনিবার ছুটির দিনে মেলায় তরুণ-তরুণীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সকালে আইটির ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যার অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতার এবং মেলায় প্রবেশ টিকিটের ওপর র‌্যাফেল ড্র-এর ফলাফল ঘোষণার পর বিজয়ী দর্শনার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

রাজশাহী সেল কম্পিউটারের স্বত্বাধিকারী রিংকু বাংলানিউজকে জানান, মেলায় আসা দর্শনার্থীদের কারণে শনিবার স্টলগুলোতে বিক্রি ভালো হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখার আয়োজনে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় প্রথমবারের মতো এ কম্পিউটার মেলা চলছে।

‘ডিজিটাল শিক্ষাই ডিজিটাল বাংলাদেশের ভিত্তি’-এই স্লোগানকে সামনে রেখে পাঁচ দিনব্যাপী এ মেলায় দেশ-বিদেশের নামকরা ৩৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলছে। ১০টাকা টিকিট দিয়ে এ মেলায় প্রবেশ করতে পারছে দর্শনার্থীরা।

স্কুলের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিনামূল্যে প্রবেশের সুযোগ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।