উন্নত ও অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর সেবা দিতে ট্রাস্ট ব্যাংক এবং ব্রডব্যান্ড টেলিকম সার্ভিস চুক্তি সই করেছে। সূত্র এ তথ্য জানিয়েছে।
চুক্তি মতে, বিবিটিএস দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ট্রাস্ট ব্যাংকের শাখা ও এটিএম বুথগুলোকে প্রধান কার্যালয়ের সঙ্গে যুক্ত করার নেটওয়ার্ক অবকাঠামো ‘ওয়াইড এরিয়া নেটওয়ার্ক’ (ডব্লিউএএন) তৈরি করবে। এটি করা হবে মূলত অপটিক্যাল ফাইবার ও রেডিও লিঙ্কের সহায়তায়। এতে করে গ্রাহকদের সময় ও ব্যাংকের সেবা আরও সাশ্রয়ী হবে।
বিবিটিএসের চেয়ারম্যান মির্জা আলী বেহরুজ ইস্পাহানী এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
ট্রাস্ট ব্যাংকের উর্ধ্বতন সহসভাপতি আবু জাফর হেদায়েতুল ইসলাম, আইটি প্রধান এস এম আকরাম সাইদ এবং বিবিটিএসের পরিচালক সৈয়দ সামিউল হক চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১২