ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্ট গ্যালাক্সি এস-৩

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১২
স্মার্ট গ্যালাক্সি এস-৩

‘মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেস’ সম্মেলনেই স্মার্টফোনের মাঠে নামছে স্যামসাং এস-৩। আইপ্যাড-৩ এ বাজারে আসার আগেই স্যামসাং এস-৩ আসছে এটা প্রায় নিশ্চিত এখন।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

অ্যাপল এখনও আইপ্যাড-৩ নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করে চলেছে। তবে বৈশিষ্ট্যগুণে আর ফিচার দক্ষতায় স্যামসাং এস-৩ স্মার্টফোন বাজারে আগেই ঝড় তুলবে। এস-৩ এর মূল পর্দা ৪.৬৫ ইঞ্চি।

এ বছরের পুরোটা সময়জুড়ে স্মার্টফোনে যুক্ত হবে নিত্যনতুন সব শৈল্পিক উদ্ভাবনা। পছন্দের আর বৈশিষ্ট্যগুণে প্রতিটি পণ্যেই একে অন্যকে ছাড়িয়ে যেতে সচেষ্টা। এ তালিকায় স্যামসাং এস সিরিজের বেশ কিছু নতুন মডেলও আছে।

গ্যালাক্সি সিরিজের আসন্ন অতিথি ‘এস-৩’। এরই মধ্যে এস-৩ মডেলের ডিজাইনের কিছু গোপন তথ্যচিত্র প্রকাশ পেয়েছে। এর মধ্যে ৭ মিলিমিটার পুরুত্ব অন্যতম। এ স্মার্টফোন ১২ মেগাপিক্সেলের ক্যামেরা এ যাবৎকালের প্রকাশিত সব মডেলকেই চ্যালেঞ্জ করতে যাচ্ছে।

এ স্মার্টফোনে থাকছে অ্যানড্রইড ফ্যানড্রইড ব্লগ চর্চার সহজ এবং অবাধ সুযোগ। এ মুহূর্তের প্রতিযোগিতায় ১.৮ গিগাহার্টজ গতির শক্তিশালী ডুয়্যালকোর মোবাইল প্রসেসর, ২জিবি র‌্যাম এবং ৪.৬ ইঞ্চির অ্যামোলেড পর্দায় পাওয়া যাবে এইচডি ডিসপ্লের চোখ ধাঁধানো দৃশ্যপট।

স্যামসাং উদ্ভাবিত গ্যালাক্সি এস সিরিজের তৃতীয় পণ্য এস-৩। এতে মেগা ক্যামেরার বৈশিষ্ট্যকেই বাজার প্রতিযোগিতার সবচেয়ে বড় বধশক্তি বলে বিশ্লেষকেরা মনে করছেন। তবে এ বছরেই এ মেগা স্মার্টফোনের দেখা মিলবে বলে সূত্রগুলো জানিয়েছে। আপাতত গ্যালাক্সি এস-৩ ভক্তদের খানিকটা উৎকণ্ঠাতেই রাখছে।

বাংলাদেশ সময় ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।