অপারেটিং বিশ্বে নতুন অতিথি হতে যাচ্ছে উইন্ডোজ-৮। এ সিস্টেম নিয়ে মাইক্রোসফট নতুন করে ব্যবসায় ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে।
বার্সেলোনা শহরে চলছে ‘মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেস’ শীর্ষক বিশ্ব শীর্ষ প্রযুক্তি সম্মেলন। এ আসরে মাইক্রোসফট ‘উইন্ডোজ কনজ্যুমার প্রিভিউ’ নামে এক সান্ধ্য প্রদর্শনীতে উইন্ডোজ-৮ সিস্টেমের পরীক্ষামূলক সংস্করণ প্রথমবার দেখানো হবে। অচিরেই এ সংস্করণ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে মাইক্রোসফট সূত্র জানিয়েছে।
পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেম হিসেবে আসন্ন উইন্ডোজ-৮ এর বেটা সংস্করণ অ্যাপ স্টোরে পাওয়া যাবে বলে সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে ২৯ ফেব্রুয়ারি নিশ্চিত তথ্য দেওয়া হবে। গত ডিসেম্বরে মাইক্রোসফট তাদের ডেভেলপার দলকে উইন্ডোজ-৮ সংস্করণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তাগিদ দেয়। এ ছাড়াও উইন্ডোজ-৮ সংস্করণের থার্ড পার্টি ডেভেলপার ওয়াশিংটনভিত্তিক সফটওয়্যার নির্মাতা রেডমন্ডকেও এ বিষয়ে বিশেষ নিদের্শ দেওয়া হয়।
গুগল আর অ্যাপলের বাজার দাপটে অপারেটিং ব্যবসার অধিপতি মাইক্রোসফট একেবারে ছিটকে পড়ে। এ সময়ে স্মার্টফোন আর ট্যাবলেট পিসির আধুনিকায়নে মাইক্রোসফট শক্তিশালী কোনো অবস্থান তৈরিতে পুরোপুরি ব্যর্থ হয়।
তবে উইন্ডোজ-৮ এর মাধ্যমে মাইক্রোসফট হারানো ব্যবসা আর গৌরব ফিরে পেতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। নতুন এ সিস্টেম স্মার্টফোন, ট্যাবলেট এবং সাধারণ পিসিতে ব্যবহারযোগ্য হবে। উইন্ডোজপ্রেমীরা তাই আছেন নতুন এ সিস্টেমের কর্মদক্ষতা অবলোকনের অপেক্ষায়।
বাংলাদেশ সময় ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১২