দ্বন্দ্বটা পুরোনো। প্রতিযোগিতাও টানটান।
জার্মানির আদালত গবেষণা আর তদন্তের ভিত্তিতেই শেষ পর্যন্ত স্যামসাংয়ের পক্ষেই রায় দিয়েছে। সুনির্দিষ্ট বেশ কিছু মডেলের স্মার্টফোন আর ট্যাবলেট পিসির অনুকরণের অভিযোগ তুলে স্যামসাংয়ের বিরুদ্ধে পেটেন্ট মামলা করে বসে অ্যাপল।
কিন্তু এবারে অ্যাপলের পক্ষে বরফ গলেনি। জয় হয়েছে স্যামসাংয়ের। গ্যালাক্সি ট্যাব ১০.১এন মডেলটি অ্যাপল আইপ্যাডের নকল নয় বলে সাফ জানিয়ে দিয়েছে জার্মানি আদালত। গত সেপ্টেম্বরে অ্যাপল জার্মানিতে স্যামসাংয়ের বিরুদ্ধে এ সুনির্দিষ্ট পেটেন্ট মামলা করে।
কিন্তু আদালতে তদন্তে এবং পর্যবেক্ষণে স্যামসাং অভিযোগ থেকে মুক্তি পায়। ফলে জার্মানিতে স্যামসাং ট্যাবলেট বিক্রিতে এখন আর আইনি কোনো বাধা রইল না। বরং এ লড়াইয়ে পরাজিত অ্যাপল অনেকটাই বিতর্কের সৃষ্টি করল।
বাংলাদেশ সময় ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১২