ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বরিশালে ডিজিটাল প্রদর্শনী শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বরিশাল: ‘ডিজিটাল শিক্ষাই ডিজিটাল বাংলাদেশের ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে সোমবার থেকে পাচঁ দিনব্যাপী ‘বিসিএস ডিজিটাল এক্সপো তথ্যপ্রযুক্তি প্রদর্শনী’ শুরু হয়েছে।

সোমবার বেলা ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন।



এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজউল্যাহ্ খান, সাবেক সভাপতি এসএম ইকবাল, বরিশাল শাখার সভাপতি মনোয়ার হোসেন হারুন ও সাধারণ সম্পাদক শাহ্ বোরহান উদ্দিন আদনান প্রমূখ।

বরিশাল ক্লাবে আয়োজিত এ প্রদর্শনী শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

মেলায় মোট ৪০টি স্টল রয়েছে। এর মধ্যে ঢাকা ব্যাংকের একটি এবং বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের একটি স্টল রয়েছে। বাকিগুলো বিভিন্ন দেশী-বিদেশী কোম্পানীর।

বাংলাদেশ কম্পিউটার সমিতি বরিশাল শাখার আয়োজনে প্রদর্শনীতে সহযোগিতা করছেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।