ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অন্ধ্র প্রদেশে সরকারি সাইট হ্যাক

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১২
অন্ধ্র প্রদেশে সরকারি সাইট হ্যাক

ভারতের অন্ধ্র প্রদেশের সরকারি বিভিন্ন বিভাগের ২৭ টিরও অধিক ওয়েবসাইট হ্যাক হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে প্রকাশ পায় প্রদেশটির সাইবার সিকিউরিটি মাধ্যমে।

টাইমস অব ইন্ডিয়া সূত্র এ তথ্য জানিয়েছে।

হ্যাকাররা সরকারি সার্ভার ভেঙ্গে রাজ্যের বাণিজ্যিক কর বিভাগ, জনপ্রশাসন বিভাগ, হর্টিকালচার, ফেক্টরিস, গেজেট বিজ্ঞপ্তি এবং সরকারি আদেশ সংক্রান্ত বিভাগের মত গুরুত্বপূর্ণ সাইট হ্যাক করে।

রাজ্য কর্মকর্তাদের ভাষ্যমতে, এ ঘটনায় কোন প্রকার ক্ষতিসাধন বা কোন তথ্য চুরি হয়নি। শুধুমাত্র হ্যাকারদের বার্তা সম্বলিত কিছু পেজ যুক্ত আছে বলে জানানো হয়েছে। রাজ্যের তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পুলান লক্ষীমায়া বলেছে, কোন ডাটা হারায়নি তবে ৫০ টির মত সরকারি সার্ভার হ্যাক হয়েছে ফলে ২৭ টি সাইট ক্ষতিগ্রস্থ হয়েছে।

এদিকে অর্থ মন্ত্রী অ্যানাম রামনারায়ন অর্থ বিভাগের সাইট হ্যাক হওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তাছাড়া বাজেট সংক্রান্ত তথ্য ফাঁসের বিষয়টিও নাকোচ করে দিয়েছেন।

আইটি মন্ত্রী আরো জানান, পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এবং ভারতের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিমকে বিষয়টি অবগত করা হয়েছে।

সুত্র মতে, মুখ্য সচিবের অভিযোগে সাইবার ক্রাইম দল সরেজমিনে স্থান পরিদর্শন করেছে এবং তদন্ত কাজ শুরু করছে।
এদিকে এই হ্যাকিং এর পেছনে কিছু বাংলাদেশি হ্যাকার গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছে।
কারণ কিছুদিন আগে বাংলাদেশ ব্ল্যাকহ্যাট হ্যাকার দল বিএসএফসহ ভারতের আরো অনেক সাইট হ্যাক করায় তাদের এই ধারণা ।

বাংলাদেশ ব্ল্যাকহ্যাট হ্যাকার গ্রুপের ভাষ্য, সীমান্তে বিএসএফ কর্তৃক নিরাপরাধ বাংলাদেশি হত্যাকান্ড বন্ধে হ্যাকিং হওয়ার ঘটনাগুলো প্রতিবাদ মাত্র।

উল্লেখ্য, সীমান্তে বিএসএফের হাতে বর্বরোচিতভাবে বাংলাদেশি হত্যার প্রতিবাদে গত কয়েকদিন ধরেই ভারত বাংলাদেশের মধ্যে পাল্টা-পাল্টি সাইবার যুদ্ধের সূচনা হয়। ভারতের কিছু হ্যাকার গ্রুপ বাংলাদেশের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি সাইট হ্যাক করে।

সময়: ২৩১৫ ঘন্টা, ১৭ ফেব্রুয়ারী, ২০১২




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।