ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রযুক্তি কর্মীদের বেতন বৃদ্ধি

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২
প্রযুক্তি কর্মীদের বেতন বৃদ্ধি

চীনের তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন গ্রুপের কর্মীদের ২৫ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হয়েছে। যেসব কর্মীরা বিশ্বের নামকরা প্রযুক্তিশিল্প প্রতিষ্ঠান অ্যাপলসহ আরো কয়েকটি ব্র্যান্ডের পণ্যের ইলেকট্রনিক সরাঞ্জামাদি একত্রিকরণ করেছে তাদের নতুন বেতনের আওতায় রাখা হয়েছে।



এ প্রসঙ্গে ফক্সকন জানিয়েছে, এখানকার কর্মীরা এখন থেকে নতুন সিদ্ধান্ত মোতাবেক প্রতিমাসে ১৮০০ থেকে ২৫০০ ইয়েন পর্যন্ত   বেতন পাবে। ১ ফেব্রুয়ারি হতে এটি কার্যকর হয়েছে।

উল্লেখ্য, চীনের কতিপেয় বৃহদায়তন উৎপাদন শিল্পের প্রায় ১০ লাখ কর্মীকে এর আওতায় রাখা হচ্ছে।

গত ২০১০ সালে চীনে প্রযুক্তি কর্মীদের আতœহননের মাত্রা প্রচন্ডভাবে বেড়ে যায়। যে সময় ফক্সকন গ্রুপ চরম সংকটাময় অবস্থার মুখে পড়ায় এর কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের যুবক কর্মীরা মানসিকভাবে চরম বিধ্বস্ত হন। এরপর ফক্সকন ৯০০ থেকে ২০০০ ইয়েন পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি করে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।