মাইক্রোব্লগিং সাইট হিসেবে টুইটারের কদর বিশ্বব্যাপী। এবার গড়ল নতুন রেকর্ড।
অনলাইন গবেষণাপ্রতিষ্ঠান টপচার্ট জরিপ সূত্রে জানিয়েছে, এখন টুইটারের সদস্য ৫০ কোটি ছাড়িয়েছে। এটি একটি বিশ্বরেকর্ড। তবে এর মধ্যে কজন গ্রাহক সক্রিয় (অ্যাকটিভ) এ নিয়ে প্রশ্ন তুলেছে দ্য টেলিগ্রাফ।
গত সেপ্টেম্বরে টুইটাররের ১০ কোটি সক্রিয় সদস্য আছে বলে প্রতিষ্ঠানটির শীর্ষ মুখপাত্র জানান।
অনলাইন সেবায় ভক্ত বাড়ানোর এ প্রতিযোগিতায় আছে ফেসবুক এবং গুগল+। এ মুহূর্তে ফেসবুকের ৮০ কোটি নিবন্ধিত সদস্য আছে বলে প্রাতিষ্ঠানিক সূত্রে জানানো হয়।
এদিকে গত মাসে সূত্র মতে, এদিকে গুগল সূত্র জানিয়েছে, গত জানুয়ারি পর্যন্ত সামাজিক সাইট ‘গুগল+’ এর সদস্য ৯ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে কতজন সক্রিয় (অ্যাকটিভ) তা সুনিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
ভক্ত বৃদ্ধির এ প্রতিযোগিতায় ভালোই এগিয়েছে টুইটার। আর নেতৃত্ব দিচ্ছে ফেসবুক। তবে মাঠে নেমেই এ প্রতিযোগিতাকে আরও জমিয়ে তুলেছে গুগল+।
বাংলাদেশ সময় ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২