ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল অপারেটরের এসএমএস বাংলায় পাবেন গ্রাহকরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
মোবাইল অপারেটরের এসএমএস বাংলায় পাবেন গ্রাহকরা

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইল অপারেটর থেকে গ্রাহকদের কাছে সব ধরনের এসএমএস বাংলায় পাঠানো শুরু হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর রমনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রধান সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং সব মোবাইল অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সব ধরনের গ্রাহকের কাছে মোবাইল অপারেটরের এসএমএস ও নোটিফিকেশন সহজবোধ্য করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে টেলিযোগাযোগ বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আমার মনে হয় আজকে টেলিকমখাতে সবচেয়ে যুগান্তকারী ঘটনা ঘটালাম। এর মাধ্যমে মোবাইল অপারেটর থেকে পাঠানো এসএমএসগুলো বাংলায় যাবে, যার ফলে সবাই সাবলীলভাবে বুঝতে পারবে।

অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাহাব উদ্দিন বলেন, বাংলায় এসএমএস পাঠানোর জন্য আমাদের সিংহভাব কাজ শেষ হয়েছে। যে ১১ শতাংশ কাজ বাকি আছে সেটা এপ্রিলের মধ্যে শেষ করে ফেলব।
                        
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা,২০ ফেব্রুয়ারি, ২০২২
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।