ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসছে বেক্সিমকো ট্যাবলেট পিসি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২

এবারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস নিয়ে আসছে বিপণন ঘরানার ট্যাবলেট পিসি। চিকিৎসার সঙ্গে সম্পৃক্তদের নতুন ও শিক্ষাসেবা দিতেই এ উদ্যোগ।



এ উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি বেক্সিমকো ফার্মা ওষুধ সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য ‘ভিশন টাস্ক ফোর্সকে’ ট্যাবলেট পিসি দিয়েছে। টাচস্ক্রিন এবং পেন অ্যানাবলড এ মোবাইল পিসি ব্যস্ত চিকিৎসকদের চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি বা গুণগত মানোন্নয়ন সম্পর্কে অবগত করবে।

অন্যদিকে কাগজের ব্যবহার কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বাড়াতে সহায়তা করবে। এখন চিকিৎসকদের যদি কোনো রেফারেন্সের দরকার হয়, তাহলে তাৎক্ষণিকভাবে তা প্রতিনিধিরা সরবরাহ করতে পারবেন।

এখন চিকিৎসকরা নিজের টেবিলে বসে বেক্সিমকো ফার্মার অপথ্যালমিক ওষুধ উৎপাদন ব্যবস্থা দেখতে পারবেন। এটি দেশের একমাত্র ব্যবস্থা হিসেবে অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান জিএমপি (গুড ম্যানুফেকচারিং প্র্যাকটিসেস) সনদ অর্জন করেছে। এ ধরনের সময়োপযোগী কৌশল বাংলাদেশে এটাই প্রথম।

বাংলাদেশ সময় ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।