এখন দেশেই মাল্টি টাস্কেবল কিন্তু সাশ্রয়ী প্রিন্টার পাওয়া যাচ্ছে। এ বিশেষ লেক্সমার্ক প্রিন্টার মাত্র ৬৪ পয়সা খরচে সর্বোচ্চ ৭৫ শতাংশ কাভারেজে (প্রতিপৃষ্ঠা) প্রিন্ট করতে পারে।
এ লেক্সমার্ক ব্রান্ডের ‘প্রো২৯০’ মডেলের অল ইন ওয়ান প্রিন্টারে আছে মনো লেজার প্রিন্টারের চেয়েও বাড়তি সুবিধা। এটি দিয়ে স্ক্যান, ফটোকপি, ফ্যাক্স ছাড়াও নেটওয়ার্ক ব্যবহার করে তারহীন প্রযুক্তির সাহায্য এক প্রস্থ কাগজের দু পিঠই (ডুপ্লেক্স) প্রিন্ট করা সম্ভব।
এ প্রিন্টারে লেজার প্রিন্টারের চেয়েও সাশ্রয়ী (প্রতি পৃষ্ঠায় খরচ ১.৩০ টাকা) পরিবেশবান্ধব প্রিন্টারটি সর্বোচ্চ ৩০পিপিএম গতিতে রঙিন পৃষ্ঠা প্রিন্ট করতে পারে। এ মুহূর্তে দাম ১১ হাজার টাকা।
এ প্রিন্টারে ব্যবহৃত কালো কালির কার্টিজের দাম ৪৫০ টাকা। এটি দিয়ে অন্তত ৭০০ পৃষ্ঠা প্রিন্ট করা যায়। একইভাবে ৫০০ পৃষ্ঠা প্রিন্টযোগ্য কালার কার্টিজের দাম ১১০০ টাকা। হ্যালো: ০১৭১৩০ ১৭১৮৩।
বাংলাদেশ সময় ২০২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১২