এবার স্যামসাং নিয়ে আসছে গ্যালাক্সি ‘এস-৩’ মডেলের স্মার্টফোন। আর আগামী এপ্রিলেই ব্রিটেনে এ মডেলের বাণিজ্যিক বিপণন শুরু হবে।
আগের মডেল এস-২ গ্যালাক্সি সিরিজকে এনে দিয়েছে অনবদ্য সাফল্য। এরই ধারাবাহিকতায় আসছে এস-৩। তবে এ আসন্ন এ চমকপ্রদ মডেল নিয়ে স্যামসাং নিরবতা পালন করছে। তবে বিশ্ব মোবাইল সম্মেলনে এ মডেল নিয়ে দর্শনার্থীদের আগ্রহ লক্ষ্য করা গেছে।
এখন পর্যন্ত স্যামসাং আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি-৩ নিয়ে তেমন কোনো তথ্যই প্রকাশ করেনি। তবে ব্লগমাধ্যমে প্রকাশ, এ স্মার্টফোনের মূল পর্দা ৪.৮ ইঞ্চি। আছে ১০৮০ পিক্সেলের রেজ্যুলেশন ডিসপ্লে, ২জিবি র্যাম, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল রিয়্যার ক্যামেরা। বিজিআর সূত্র বলছে, এতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যানড্রইড ৪.০ সংস্করণ।
আগামী এপ্রিলেই স্মার্টফোনে নিত্যনতুন চমক নিয়ে প্রস্তুত হচ্ছে স্যামসাং। বার্সেলোনায় অনুষ্ঠিত এবারের ‘মোবাইল ওয়ার্ল্ড‘ প্রদর্শনীতে গ্যালাক্সি এস-২ এর বেশ কিছু আকর্ষণীয় ফিচার স্থান পেয়েছে। তবে এস-৩ নিয়ে কোনো তথ্যই দেয়নি স্যামসাং।
এ বছরের স্মার্টফোন নিয়ে তীব্র বাজার প্রতিযোগিতার কথা আগেই ইঙ্গিত করেছেন বিশেষজ্ঞেরা। এরই মধ্যে তার উল্লেখযোগ্য দৃষ্টান্তও চোখে পড়েছে। এখন অপেক্ষা উপভোগ আর পণ্যগুণের বৈচিত্র্য অবলোকনের।
বাংলাদেশ সময় ১৭২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১২