এবার রাষ্ট্রীয় তথ্য নিরাপত্তার স্বার্থে ফেসবুক বন্ধ করেছে তাজিকিস্তান। দেশটির সরকার এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে এমন নির্দেশই দেওয়া হয়েছে।
দেশটির ইন্টারনেট সেবাদাতা সংগঠনের সভাপতি পারভিন ইবোদোভা জানান, সরকারের পক্ষ থেকেই ফেসবুক বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশ মানতেই তাজিকিস্তানে ফেসবুক বন্ধ করে দিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
ইবোদোভা জানান, শুধু ফেসবুক নয়, রাষ্ট্রীয় তথ্য নিরাপত্তার স্বার্থে প্রায় ডজন খানেক সাইট বন্ধ করে দেশটির ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে (tjknews.com) এবং (centrasia.ru) এ দুটি সাইট অন্যতম।
এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে এটি অচিরেই নিস্পত্তি হবে বলে প্রাতিষ্ঠানটির মুখপাত্র সূত্র জানিয়েছে। তবে হঠাৎ করে এ ধরনের নির্দেশে তাজিকিস্তানের ফেসবুক ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময় ২১৪২ ঘণ্টা, মার্চ ৫, ২০১২