ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইনে কড়া হচ্ছে পাকিস্তান

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১২
অনলাইনে কড়া হচ্ছে পাকিস্তান

আবারও ইন্টারনেট সেবায় কড়াকড়ি আরোপের মহাপরিকল্পনা নিয়েছে পাকিস্তান সরকার। এরই মধ্যে পাকিস্তানে ৫ কোটি ওয়েবসাইট বন্ধ করতে সিস্টেম উন্নয়নে কাজ করছে দেশটির সরকার।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মুহূর্তে অবাধেই পাকিস্তানের ২ কোটি ভোক্তা ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাচ্ছেন। এটি এশীয়া এবং আরব দেশভুক্ত দেশগুলোর মধ্যে বিরল বলে সরকারি সূত্রে জানানো হয়। দেশটির সেনা সরকারের কড়া সমালোচনাগুলো অনলাইনে নিয়মিত প্রকাশ পাচ্ছে। তাই অনলাইন নিয়ে বিপাকেই আছে পাকিস্তান।

রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে ওয়েব সংস্কৃতিকে কোণঠাসা করতে পাকিস্তান এখন মড়িয়া। দেশের তথ্য সন্ত্রাসের স্বার্থে ব্লকিং সিস্টেমের উন্নয়নে কাজ শুরু করেছে বিশেষজ্ঞেরা।

বাইটস ফর অল পাকিস্তানের পরিচালক শেহজাদ আহমেদ জানান, এরই মধ্যে পাকিস্তান সরকার অনেকগুলো অনলাইন কনটেন্ট নিষিদ্ধ করেছে। এরপর তারা বড় ধরনের নিষেধাজ্ঞা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এটি পুরো অর্থের রাজনৈতিক স্বার্থে নিহিত। গণতান্ত্রিক চর্চায় এটি কখনই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে পাকিস্তান টেলিকম অথরিটি (পিটিএ) দেশের ৫০টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত সাইট বন্ধের নির্দেশ দিয়েছে। এখনও সরকার সুনির্দিষ্টভাবে কোনো সাইটে সংখ্যা এবং তালিকা এসব সেবাদাতাকে দেয়নি। তবে অচিরেই এ তালিকা পাঠানো হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

ভবিষ্যতে পাকিস্তান সরকারের দেওয়া তালিকা অনুসারে সাইটগুলো বন্ধ করতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আর এ নির্দেশ অমান্য হলে লাইসেন্সও বাতিল হতে পারে। এ ধরনের সরকারি সিদ্ধান্তে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

অনলাইন এ বিষয় নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। স্বাধীন মতপ্রকাশের চর্চাকে বাধাগ্রস্ত করা কোনো রাজনৈতিক সরকারের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা। সরকারকে অব্যশই গঠনমূলক সমালোচনা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে বলে অনলাইন বিশেষজ্ঞেরা জানান।

বাংলাদেশ সময় ১৯৫৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।