বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মত ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে এর অন্তর্ভুক্ত গেমগুলো। এ মুহূর্তে প্রতিমাসে ২০ কোটিরও বেশি ব্যবহারকারী ফেসবুকে গেম খেলে।
মার্ক জুকারবার্গ আরও জানান, ফেসবুক ব্যবহারকারীর শতকরা ৪০ ভাগই জনপ্রিয় সামাজিক গেম ফার্মভিল খেলে। এ মহূর্তে ফেসবুকের শীর্ষ ১০টি গেমের মূল ভোক্তা এক কোটি ২০ লাখেরও বেশি। তাই ফেসবুকের সব ব্যবহারকারী শুধু সাামজিক যোগাযোগের জন্যই ফেসবুকে যুক্ত হয়, তা কিন্তু নয়। অনেক ফেসবুক ব্যবহারকারী গেম খেলার জন্যও ফেসবুকে যুক্ত হয়।
জুকারবার্গের ভাষ্যমতে, ফেসবুক ব্যবহারকারীদের সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে গেম। আবার সবচেয়ে বেশি অভিযোগও আসে এ গেমের নিয়েই। তাই তার পরামর্শ যারা গেম খেলবে শুধু তাদের প্রোফাইলেই গেমের সব বিষয়বস্তুগুলো বিজ্ঞাপন আকারে প্রকাশ হবে। কিন্তু যারা গেম খেলবে না তাদের প্রোফাইলে এমন কোনো গেমভিত্তিক বিষয়বস্তু নজরে আসবে না।
বাংলাদেশ স্থানীয় সময় ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০