ঢাকা, সোমবার, ২৬ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৬০ হাজারে প্রজেক্টর

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১২
৬০ হাজারে প্রজেক্টর

ভিভিটেক ব্র্যান্ডের ‘ডি৮৩৫’ মডেলের ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল প্রজেকশন স্ক্রিন (২৩ বাই ৩০০) ইঞ্চি।



ত্রিমাত্রিক এ প্রজেক্টরে আছে ডিএলপি এবং ব্রিলিয়েন্টকালার প্রযুক্তি। এর রেজ্যুলেশন এসএক্সজিএ ১৪০০ বাই ১০৫০, ব্রাইটনেস ৩৫০০এএনএসআই লমেন্স, কন্ট্রাস্ট রেশিও ২৫০০:১।

এতে আছে বিল্টইন স্পিকার, ২টি আরজিবি ডিসাব ইনপুট, এইচডিএমআই ১.৩ পোর্ট, ১টি আরজিবি ডিসাব আউটপুট, ১টি এসভিডিও আউটপুট এবং কম্পোজিট ভিডিও আউটপুট সুবিধা।

এ প্রজেক্টরের ল্যাম্প ২৩০ ওয়াট। এটি মাত্র ১০০ থেকে ২৪০ ভোল্ট বিদ্যুৎ খরচ করে। এ ল্যাম্পটির লাইফ ৩ হাজার ঘণ্টা (স্ট্যান্ডার্ড)। এ ছাড়া ছোট আকৃতির ও সহজে বহনযোগ্য এ প্রজেক্টরের ওজন মাত্র ২.৬ কেজি। এ মুহূর্তে দাম ৬০ হাজার টাকা। হ্যালো: ০১৯১৫ ৪৭৬৩২৯, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ২০৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।