ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অর্থ সেবায় নকিয়ার না

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১২
অর্থ সেবায় নকিয়ার না

নকিয়া মোবাইল ফোন ছাড়াও বেশকিছু সেবা নিয়ে কাজ করছে। এর মধ্যে মানি সার্ভিস অন্যতম।

তবে কিছু জটিলতার কারণে এবার ভারতে এ সেবা বন্ধ ঘোষণা করল নকিয়া। সংবাদমাদ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

নকিয়া মুখপাত্র জানান, আপাতত স্মার্টফোনেই বেশি মনোযোগী হতে চাইছে নকিয়া। এ জন্যই ভারত থেকে এ অর্থবিনিময় সেবা গুটিয়ে নিলো নকিয়া। গত বছরই এ সেবা চালু হয়। এটি অন্য দেশেও বিস্তৃত করতে নকিয়া উদ্যোগ নেয়।

এরই মধ্যে নকিয়ার মানি সেবা কেনিয়া এবং ফিলিপাইনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ দুটি দেশ থেকে একে বাণিজ্যিক মডেল হিসেবেও তুলে ধরা হয়েছে।

ব্যাংক, ক্রেডিট কার্ড, টেলিক অপারেটর এবং প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো নকিয়ার এ মানি সেবাকে ব্যবসার নতুন মডেল হিসেবে চিহ্নিত করেছে। তবে আপাতত ভারতে এ সেবা বন্ধ রেখে স্মার্টফোনের বিপণন নিয়েই কাজ করবে নকিয়া।

বাংলাদেশ সময় : ২১৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।