বিশ্বে সাড়া জাগানো আসুস ‘ই-প্যাড’ ট্রান্সফরমার টিএফ১০১জি মডেলের ট্যাবলেট পিসি এখন দেশে পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১০.১ ইঞ্চি।
এ মুহূর্তে বাজারে বিদ্যমান অন্য সব ট্যাবলেট পিসি থেকে এটি একেবারেই আলাদা। সঙ্গে আছে অ্যানড্রইড ফাংশন কি এবং কোয়েটি কিবোর্ডের ডকিং স্টেশন। এটি ট্যাবলেট ট্রান্সফরমারের সঙ্গে যুক্ত করে পূর্ণাঙ্গ ল্যাপটপ হিসেবে ব্যবহার করা যায়।
অ্যানড্র্ইড ৩.২ হানিকম্ব অপারেটিং সিস্টেম চালিত এ ট্যাবলেট পিসিটিতে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মডেম থাকায় দেশের বিদ্যমান জিএসএম সিম কার্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব।
এ ইপ্যাডের বৈশিষ্ট্য এনভিডিয়া টেগরা২ ডুয়ালকোর ১ গিগাহার্টজ প্রসেসর, ১ জিবি র্যাম, আইপিএস প্যানেল মাল্টিটাচ ডিসপ্লে এবং ১৬ জিবি এসএসডি স্টোরেজ ডিভাইস।
এ ছাড়াও বিনোদনমাধ্যমে আছে এনভিডিয়া গ্রাফিকস, থ্রিডি অডিও, স্টেরিও স্পিকার, ডুয়াল ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, মেমোরি কার্ড রিডার, মিনি এইচডিএমআই পোর্ট, ২টি ইউএসবি পোর্ট সুবিধা। এ মুহূর্তে এ ট্যাবলেট ট্রান্সফরমার পিসির দাম ৬১ হাজান টাকা। হ্যালো: ০১৯১৫৪৭৬৩৫৫, ৮১২৩২৮১।
বাংলাদেশ সময় ১৮২৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২