ঝালকাঠি : ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দারিদ্র্য বিমোচনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠিতে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
৩৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রোববার থেকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে ওই দিন সকাল সাড়ে ১০টায় শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস মেলার উদ্বোধন ঘোষণা করেন।
পরে সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা বেগমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে শিশুদের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময় : ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
প্রতিবেদক: রহিম রেজা
সম্পাদনা: মো. মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর