ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নকিয়া ‘আশা-৩০৩’ অবমুক্ত

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২
নকিয়া ‘আশা-৩০৩’ অবমুক্ত

এবারে ভারতে নকিয়া অবমুক্ত করল আশা সিরিজের ‘৩০৩’ মডেলের মোবাইল ফোন। এতে আছে কোয়ার্টি কিবোর্ড এবং সিম্বিয়ান ৪০ ওএস সিরিজের অপারেটিং সিস্টেম।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

গত অক্টোবরে অনুষ্ঠিত ‘নকিয়া ওয়ার্ল্ড ২০১১’ আসরে আশা-৩০৩ মডেল নিয়ে প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এ মডেলের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে ১ গিগাহার্টজ প্রসেসর, ২.৬ ইঞ্চি ডিসপ্লে, কোয়ার্টি ১৭০ মেগাবাইট মেমোরি (প্রয়োজনে বাড়ানো সম্ভব), ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, বিল্টইন এফএম রেডিও, ব্লুটুথ এবং ইন্টারনেট রেডিও।

নকিয়া আশা-৩০৩ মডেলের অ্যাপলিকেশনের মধ্যে আছে গেম অ্যাংরি বার্ডস লাইট সংস্করণ, জিঙ্গা যুক্ত মোবাইল টিভি, হোয়াটসঅ্যাপ, নকিয়া ম্যাপস এবং আনলিমিটেড মিউজিক।

এ মডেলটি লাল এবং নিকোশ কালো রঙে পাওয়া যাবে। ভারতে ভোডাফোনের সঙ্গে যুক্ত হয়ে বাজারে আসছে। এ মুহূর্তে দাম ৮ হাজার ৯৯০ রুপি।

বাংলাদেশ সময় ২২০৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।