ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩০ লাখ আইপ্যাড বিক্রি

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১২
৩০ লাখ আইপ্যাড বিক্রি

সদ্য বাজারে আস‍া অ্যাপল আইপ্যাড-৩ প্রথম সপ্তাহে ৩০ লাখ বিক্রির রেকর্ড গড়েছে। গত সোমবার অ্যাপল এ অসাধারণ অর্জনের কথা জানিয়েছে।



আ্যপলের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ্য সহসভাপতি ফিলিপ শ্যালার এ প্রসঙ্গে বলেন, বিক্রির রেকর্ডে নতুন আইপ্যাড সম্পূর্ণ সুপারহিট। এ ছাড়া বাজারের অন্য ট্যাবের তুলনায় এটি আধুনিক।

নতুন আইপ্যাডের বিস্ময়কর ফিচারগুলো অবশ্যই গ্রাহকদের আকৃষ্ট করছে। তাই আর দেরি করছিনা। আগামী শুক্রবারের মধ্যেই বিশ্বজুড়ে আরও গ্রাহকের হাতে পণ্যটি তুলে দিতে পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশ্ববাজারে আসার প্রথম দিন থেকেই সিডনি, সান ফ্রানসিসকোরর মতো নামকরা সব শহরের অ্যাপল ভক্তদের লাইনে দাঁড়িয়ে আগ্রহের সঙ্গে এ আইপ্যাড ট্যাব কিনতে দেখা গেছে। এ মুহূর্তে এটি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, জার্মানি, জাপান, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং হংকং শহরে পাওয়া যাচ্ছে।

আগামী ২৩ মার্চের মধ্যে আরও ২৪টি দেশে নতুন আইপ্যাড বিক্রি শুরু হবে বলে জানিয়েছে আ্যপল।

বাংলাদেশ সময় ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।