ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এবারে আইপ্যাড-৩ হ্যাকড!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১২
এবারে আইপ্যাড-৩ হ্যাকড!

বিশ্বপ্রযুক্তিতে নতুন উন্মাদনা ছড়াচ্ছে আইপ্যাড-৩। এরই মধ্যে রেকর্ডও ঘরে এসেছে।

তবে প্রাপ্তীর সঙ্গে অপ্রাপ্তীকেও সঙ্গী করেছে অ্যাপল। বাণিজ্যিক আত্মপ্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যেই হ্যাক হয় আইপ্যাড-৩। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

গত ১৬ মার্চ বহুল প্রতীক্ষিত আইপ্যাড ৩ বাজারে আসে। এসেই জেইলব্রেক নিয়ে হ্যাকের শিকার হয় নতুন এ আইপ্যাড। বিষয়টি অ্যাপলের কানে পৌঁছলেও এখনও কোনো পদক্ষেপ এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দেয়নি অ্যাপল।

এদিকে আইফোন ডেভেলপার দলের একজন সদস্য টুইটারে অ্যাপল ট্যাবে অ্যাকসেস পাওয়ার একটি পদ্ধতির স্ক্রিন শর্ট প্রদর্শন করে। অন্যদিকে আরেক সদস্য স্তেফান এশার আইপ্যাড জেইলব্রেক নিয়ে একটি ভিডিওচিত্র প্রকাশ করেন।

এরই মধ্যে পিসি ম্যাগাজিন সূত্র জানিয়েছে, এ বিষয়টি সত্য হলেও অ্যাপল তার কোনো অবস্থান নিশ্চিত করেনি। এটি আইপ্যাড-৩ জেইলব্রেকের তৃতীয় পদ্ধতি বলে সংশ্লিষ্টরা অনলাইনমাধ্যমে জানিয়েছেন।

টুইট বার্তায় জানানো হয়, এটি আইপ্যাড-৩ জেইলব্রেকের প্রথম পদক্ষেপ মাত্র। এরপর অনেকগুলো পদ্ধতি প্রকাশ করা হবে যার মাধ্যমে এ কাজটি আরও সহজে করা সম্ভব হবে।

অ্যাপলের আইওএস সিস্টেম ভেঙ্গে এর ওপর খোলামেলা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পদ্ধতির নামই হচ্ছে জেইলব্রেক। এর ফলে অফিসিয়াল অ্যাপল অ্যাপ স্টোর থেকে যে কেউ যেকোনো অ্যাপ ডাউনলোড করতে পারবে। ফলে অ্যাপল স্টোর কার্যত নিয়ন্ত্রয়হীন হয়ে পড়ার আশঙ্কা থাকছে।

এরই মধ্যে জোটবদ্ধ একটি হ্যাকার গোষ্ঠী গুগল ক্রোম অপারেটিং সিস্টেম ব্রেক করার কোড তৈরি করেছে। এতে আক্রমণও করা হয়েছে। ফলে নিত্যনতুন প্রযুক্তিপণ্য এবং সেবার ওপর হ্যাকররা তাদের নিয়ন্ত্রণ কৌশল প্রতিষ্ঠা করছে। এটি প্রযুক্তিশিল্পের জন্য মোটেও সুখবার্তা নয় বলে সংশ্লিষ্ট বিশ্লেষকেরা অভিমত প্রকাশ করেছে।

এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্মাতাপ্রতিষ্ঠানগুলো সম্মিলিত উদ্যোগ না নিলে ভোক্তা স্বার্থের প্রতি কম গুরুত্ব দেওয়া হয়। তাই বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্টদের একজোটে এটি প্রতিহত করতে কাজ করতে হবে। এমনটাই দাবী করছেন ভুক্তভোগীরা।

বাংলাদেশ সময় ১৯৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।