ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্যালাক্সি ট্যাবে নতুনত্ব

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
গ্যালাক্সি ট্যাবে নতুনত্ব

গ্যালাক্সি সিরিজে যুক্ত হচ্ছে আরও একটি নতুন পালক। গুগলের সবশেষ অ্যানড্রইড ৪.০ সংস্করণে নিয়ন্ত্রিত এ ট্যাবের মডেল-২৩১০।

স্যামসাং সূত্র নতুন এ প‍ণ্য সম্পর্কে তথ্য জানিয়েছে।

নতুন ২৩১০-ট্যাবের হার্ডওয়্যার ফিচারে আছে ১ গিগাহার্টজ ডুয়্যাল কোর সিপিইউ এবং ১জিবি র‌্যাম। এর মূল ক্যামেরা ৩ মেগাপিক্সেল এবং সম্মুখে আছে ভিজিএ ক্যামেরা। সংযোগ অপশনে আছে ওয়াইফাই ও ব্লুটুথ।

এ মুহূর্তে থ্রিজি সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকলেও তথ্য বলছে এ সুবিধাও পাবে স্যামসাং ভক্তরা। পণ্যটিতে জিপিএস সিস্টেম যুক্ত আছে। ফলে যোগাযোগে থাকছে অত্যাধুনিক সুবিধা।

এ ছাড়া ৮ , ১৬ এবং ৩২ জিবি  মেমোরির নতুন গ্যালাক্সি ট্যাবে মেমোরি বাড়াতে আছে মাইক্রোএসডি কার্ড স্লট । এর গঠন পরিমাপে দৈর্ঘ্য ৭.৬, প্রস্থ ৪.৮ এবং পুরুত্ব ০.৪। আর ওজনে মাত্র ৩৫০  গ্রাম।

জিএসএম সিস্টেমে কল ছাড়াও স্যামসাংয়ের চ্যাটঅন ম্যাসেঞ্জার সুবিধা আছে। এপ্রিলের প্রথম দিকে এটি এশিয়ার বাজারে প্রবেশ করবে এমনটাই প্রত্যাশা। কিন্তু এ ট্যাবের দাম সম্পর্কে এখনও নির্মাতাপ্রতিষ্ঠানের পক্ষে কোনো তথ্য দেওয়া হয়নি।

বাংলাদেশ সময় ১৩৩৩ ঘন্টা, মার্চ ২১, ২০১২

সম্পাদনা: সিজারাজ জাহান মিমি/ আইসিটি এডিটর সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।