ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাইট ব্রাউজেই জেল!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২
সাইট ব্রাউজেই জেল!

চিহ্নিত সাইট ব্রাউজের অপরাধে সরাসরি জেল। সঙ্গে থাকছে কঠোর আইনের প্রয়োগ।

এমনটাই জানালেন ফ্রান্সের রাষ্ট্রনায়ক নিকোলাস সারকোজি। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

গত কবছর ধরেই বিশ্বব্যাপী তথ্য সন্ত্রাসের ব্যাপকতা বাড়ছে। এটি এখন আশঙ্কাজনক অবস্থায় চলে গেছে। হয়ে পড়ছে নিয়ন্ত্রণহীন। তাই সুতো টেনে ধরার এটাই উপযক্তি সময়। আর কালক্ষেপন করলে তা মোটেও সহনীয় থাকবে না। কথাগুলো বলেছেন সারকোজি। উদ্দেশ্য অনলাইনের অপরাধী চক্র।

তবে এ বিষয়ে প্রচলিত আইনকে আরও কঠোর এবং দ্রুত বাস্তবায়নের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন সারকোজি। এতে অনলাইনজুড়ে ক্রমেই বিকাশমান তথ্যসন্ত্রাসের প্রতি কঠোর হুশিয়ারি প্রদর্শন করা হবে বলে সারকোজি পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে সুস্পষ্ট আইনের কথা বললে সারকোজি তা সুনির্দিষ্ট করে বলেননি। তবে এ বিষয়ে দেশটির আইন মন্ত্রণায়ল কাজ করছে বলে জানান। ইন্টারনেট সংস্কৃতির অবাধ চর্চার সুবাদে এখানে ছোট ছোট অপরাধী চক্র তাদের কার্যক্রম ছড়িয়ে দিচ্ছে।

এ বিয়ষে সাধারণ ইন্টারনেট ভোক্তাদেরও সর্বোচ্চ সতর্ক থাকতেও পরামর্শ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট সারকোজি। তবে ইউরোপভুক্ত দেশগুলোর সরকারের এ বিষয়ে অবস্থান কী তা বুঝতে আরও খানিকটা সময় লাগবে বলে সংশ্লিষ্টরা অভিমত প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময় ২২৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।