ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এক্সেল এখন উত্তরায়

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১২

উত্তরায় নিজস্ব বিপণন কেন্দ্র চালু করেছে দেশি প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস। প্রাতিষ্ঠানিক সূত্রে এ তথ্য জানানো হয়।



উত্তরায় এইচএম প্লাজার তৃতীয় তলায় বিপণন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সভাপতি অলক সাহা এবং ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।

এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক প্রশাসন মাসুদ হোসেন, বিপণন ব্যবস্থাপক সজিব সাহা এবং সুভেন্দু কুমার দেব লিপু ছাড়াও স্থানীয় প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উত্তরার তথ্যপ্রযুক্তি ভোক্তাদের জন্য এ বিপণণ কেন্দ্রের চালু করেন উত্তরা শাখার উপব্যবস্থাপক অজিত কুমার দে। উত্তরায় প্রযুক্তিপণ্য ভক্তদের পণ্যকে সহজলভ্য করতে এ বিপণন কেন্দ্র চালু করা হয় বলে এক্সেল টেকনোলজিসের শীর্ষ কর্মকর্তারা জানান।

বাংলাদেশ সময় ২১৫৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।