ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের দর্শনার্থীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
চীনের দর্শনার্থীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

চীন থেকে আসা দর্শনার্থীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা লাগবে বলে নির্দেশনা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ৫ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনে ছড়িয়ে পড়া ভাইরাস নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, চীন থেকে যারা যুক্তরাষ্ট্রে আসবেন তাদের সর্বোচ্চ দুইদিন আগে করোনা পরীক্ষা করতে হবে। ফলাফল নেগেটিভ দেখাতে হবে।

এছাড়া ভ্রমণের ১০ দিন আগে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা নেগেটিভ ফলাফলের বদলে করোনা থেকে সেরে ওঠার কাগজপত্র দেখিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। তৃতীয় কোনো দেশের মাধ্যমে আসলেও করোনার পরীক্ষা বাধ্যতামূলক।

প্রায় তিন বছর পর করোনার কঠোর বিধিনিষেধ শিথিল করে দিচ্ছিলো চীন। আগামী বছরের ৮ জানুয়ারি থেকে দেশটির পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু বিধিনিষেধ শিথিলের পর চীনে হু হু করে বাড়ছে সংক্রমণ। বিষয়টি অন্য দেশগুলোকে চিন্তায় ফেলে দিয়েছে।

তবে অভিযোগ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, পশ্চিমা দেশ ও মিডিয়াগুলো চীনের করোনা পরিস্থিতি নিয়ে অযথা বাড়াবাড়ি করছে। বৈজ্ঞানিক উপায়ে চীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।