ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শরীর মাটিতে পুঁতে কৃষকের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
শরীর মাটিতে পুঁতে কৃষকের প্রতিবাদ সুনীল যাদব

ভারতে কৃষকদের প্রতিবাদের ঘটনা প্রায়ই দেশটির বিভিন্ন সংবাদপত্রে ওঠে আসে। এবার মহারাষ্ট্রে জমির দলিল না পাওয়ায় ভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন এক কৃষক।

ওই কৃষকের নাম সুনীল যাদব।

তিনি মাটির নিচে অর্ধেক শরীর পুঁতে রেখে প্রতিবাদ করছেন। সেই ঘটনার ছবি প্রকাশ পেয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) এ খবর জানা গেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি থেকে।

সুনীলের অভিযোগ, ২০১৯ সালে দাদাসাহেব গায়কোয়াড় প্রকল্পের অধীনে তাকে ২ একর জমি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও জমির কাগজ বুঝে পাননি। তাই নিজেকে কবর দিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের কাছে গিয়েও কোনো লাভ হয়নি তার। শেষ পর্যন্ত প্রতিবাদের জন্য অভিনব এ পথ বেছে নিয়েছেন।

জমির কাগজ হাতে না পাওয়া পর্যন্ত তিনি প্রতিবাদ বন্ধ করবেন না বলেও জানিয়েছেন।

২০১৯ সালের নভেম্বরে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন দেশটির হাজারও কৃষক। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা রক্তদান শিবিরের আয়োজনও করেন। পরে মোদী সরকার সেই আইন প্রত্যাহার করে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।