ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাপোলো-৭-এর শেষ নভোচারী কানিংহাম মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
অ্যাপোলো-৭-এর শেষ নভোচারী কানিংহাম মারা গেছেন

নাসার অ্যাপোলো ৭ মিশনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের নভোচারী ওয়াল্টার কানিংহাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯০ বছর।


 
নাসা কানিংহামের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি। এই নভোচারীকে নিয়ে নাসা বলেছে, আমাদের চন্দ্রে অবতরণ কর্মসূচির সফলতায় সহায়ক হিসেবে ছিলেন তিনি।  
 
কানিংহামের পরিবারের এক প্রতিনিধি জানিয়েছেন, পরিপূর্ণ একটি জীবন কাটানোর পর মঙ্গলবার তিনি হাসপাতালে মারা গেছেন। স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে।  

এক বিবৃতিতে তার পরিবার বলেছে, পৃথিবী একজন সত্যিকারের নায়ককে হারাল। আমরা তাকে গভীরভাবে মিস করব।

ক্রেস্টনে জন্ম নেওয়া কানিংহাম লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পদার্থ বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অ্যাপোলো কর্মসূচিতে প্রথম মানবচালিত নভোযানের জন্য বাছাই করা তিন নভোচারীর মধ্যে তিনি একজন।  

অ্যাপোলো ৭ এর লুনার মডিউল পাইলট হিসেবে কানিংহাম নেভি ক্যাপটেন ওয়াল্টার স্কিরা ও এয়ারফোর্স মেজর ডন আইজেলের সঙ্গে যোগ দেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।