ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

আইন পাস করে জনসমাগমে বোরকা নিষিদ্ধ করল পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, অক্টোবর ১৮, ২০২৫
আইন পাস করে জনসমাগমে বোরকা নিষিদ্ধ করল পর্তুগাল

জনসমাগমপূর্ণ স্থানে মুখ ঢেকে রাখা বোরকা বা অনুরূপ কোনো পোশাক পরিধানে নিষেধাজ্ঞা জারি করেছে পর্তুগাল। শুক্রবার (১৭ অক্টোবর) দেশটির জাতীয় সংসদ অ্যাসেম্বলিয়া দা রিপাবলিকায় ভোটাভুটির মাধ্যমে পাস হয়েছে এই বিতর্কিত আইনটি।

নতুন আইনে বলা হয়েছে, দেশের কোনো জনসমাগমপূর্ণ স্থানে নারী-পুরুষ কেউই এমন কোনো পোশাক বা বস্ত্র পরতে পারবেন না, যা মুখাবয়ব বা মুখমণ্ডল ঢেকে রাখে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানার বিধানও রাখা হয়েছে, যা সর্বনিম্ন ২০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার টাকা) থেকে সর্বোচ্চ ৪ হাজার ইউরো (প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা) পর্যন্ত হতে পারে।

এই প্রস্তাবটি সংসদে উত্থাপন করেছিল দেশটির কট্টর ডানপন্থি রাজনৈতিক দল চেগা পার্টি। প্রস্তাবটি সংসদে তোলার পর কয়েক দিন ধরে পক্ষে-বিপক্ষে উত্তপ্ত বিতর্ক চলে।

বিতর্কে অংশ নিয়ে চেগা পার্টির সংসদ সদস্যরা বলেন, পর্তুগালের বেশিরভাগ নারী ও মেয়ে স্বেচ্ছায় বোরকা পরেন না। পারিবারিক বা ধর্মীয় চাপে তারা তা পরতে বাধ্য হন। এটি নারী স্বাধীনতার পরিপন্থী এবং এক ধরনের সামাজিক নির্যাতন।

তারা আরও যুক্তি দেন, পর্তুগালের সামাজিক রীতি ও মূল্যবোধে মুখমণ্ডল উন্মুক্ত রাখা সৌজন্য ও শ্রদ্ধার প্রতীক। যারা অভিবাসী হিসেবে নাগরিকত্ব পেয়েছেন বা নাগরিকত্বের অপেক্ষায় আছেন, তাদের এই সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।

অন্যদিকে, বিরোধী সংসদ সদস্যরা আইনটির তীব্র সমালোচনা করেন। তাদের মতে, এই আইনটি বৈষম্যমূলক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। তারা বলেন, পর্তুগালের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এই আইন পাস হলে দেশে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর মানসিক চাপ সৃষ্টি হবে।

দীর্ঘ বিতর্কের পর শুক্রবার বিলটি ভোটে তোলা হলে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য এর পক্ষে ভোট দেন। ফলে সেদিন থেকেই এটি আইনে পরিণত হয়েছে।

তবে পর্তুগাল ইউরোপের প্রথম দেশ নয় যে জনসমাগমে বোরকা নিষিদ্ধ করল। এর আগে ইউরোপের আরও কয়েকটি দেশ এই আইন কার্যকর করেছে। ২০১০ সালে বেলজিয়াম প্রথম এই নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তীতে ফ্রান্স (২০১১), নেদারল্যান্ডস (২০১২), বুলগেরিয়া (২০১৬), অস্ট্রিয়া (২০১৭) এবং সর্বশেষ সুইজারল্যান্ডে ২০২৫ সালের জানুয়ারিতে এই আইন কার্যকর হয়েছে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।