ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

৩০ বছর পর ধরা পড়লেন ‘মাফিয়া বস’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
৩০ বছর পর ধরা পড়লেন ‘মাফিয়া বস’

ইতালির মাফিয়া সংগঠন কোসা নস্ট্রার কথিত প্রধান মাত্তিও মেসিনা দেনারো। ৩০ বছর ধরে তার খোঁজে ছিল দেশটির পুলিশ।

কিন্তু তাকে ধরার নির্ভুল কোনো তথ্য তাদের হাতে ছিল না।

শেষমেশ সোমবার সকালে পালেরমো শহরের একটি হাসপাতাল থেকে তাকে আটক করেছে ইতালির পুলিশ। ক্যান্সারের চিকিৎসা নিতে তিনি ওই হাসপাতালে এসেছিলেন।

অভিযান চালিয়ে যখন মেসিনা দেনারোকে আটক করা হয়, তখনই তাকে একটি গোপন স্থানে নিয়ে যাওয়া হয়। এই অভিযানে অংশ নিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর ১০০ জনেরও বেশি সশস্ত্র সদস্য।

অসংখ্য খুন, অপহরণ, বোমা হামলার আসামি এই সংগঠিত অপরাধ চক্রের ‘বস’ নাকি একবার গর্ব করে বলেছিলেন- তার হাতে নিহতদের দিয়ে একটা কবরস্থান ভরে ফেলা যাবে।

এদিকে মেসিনার অনুপস্থিতিতেই আদালতে তার বিচার হয়েছিল।

পরে ২০০২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ১৯৯৩ সাল থেকে অনেক চেষ্টা করেও পুলিশ তাকে ধরতে পারেনি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।