ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার ভেঙে গেল খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এবার ভেঙে গেল খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদ 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচনের জন্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চাপের মুখে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় কোনো পদক্ষেপ।

 

বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের গভর্নর হাজি গোলাম আলি প্রাদেশিক পরিষদ বিলুপ্তির চিঠিতে সই করেন। চিঠিতে তা তাৎক্ষণিকভাবে কার্যকর করতে বলা হয়।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ সদস্য ও  প্রাদেশিক মুখ্যমন্ত্রীর অনুরোধে তিনি এই পদক্ষেপ নেন।  

এর আগে, শনিবার পিটিআই প্রধান খানের আদেশের পর পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পদ হারানোর পর থেকে ইমরান খান দ্রুতসম্ভব নির্বাচন দাবি করে আসছেন।  

পাকিস্তানে প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার পর আইনসভা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে ব্যর্থ হলে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।